কোন কোন ভ্যাকসিন শিশুর জন্মের পর নেওয়া দরকার

child vaccination

বিসিজি টিকা-

জন্মের সময়েই এই টিকা দেওয়া উচিত। যক্ষ্মা রোগ আটকাতে এই টিকা দেওয়া হয়।

পোলিও টিকা-

জন্মের সময়, ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ, নবম মাসে শিশুকে পোলিও ভ্যাকসিন দিতে হয়।

মাম্পমস, মিজেল রুবেলা (এম এম আর)-

তিনটি অসুখ থেকে রক্ষা পেতে এই টিকাগুলি দেওয়া উচিত।

ডোজ- প্রথম ডোজ ৯ মাস বয়সে, দ্বিতীয় ডোজ ১৫ মাসে।

ডিপথেরিয়া, টিটেনাস, পারটুসিস-

১২ থেকে ১৫ মাস বয়সের মধ্যে এই টিকা দিতে হবে। চার বছর পরে একটি করে বুস্টার ডোজ।

হেপাটাইটিস বি-

জন্মের পরেই বা জন্মের পরে প্রথম সপ্তাহে, এরপর চার সপ্তাহে দ্বিতীয় ডোজ ও তার পর ১৪ সপ্তাহে তৃতীয় ডোজ।

ডায়রিয়া-

এই রোগ প্রতিরোধে রোটা ভাইরাসের ভ্যাকসিন দিতে। কারণ এই ভাইরাসের কারণেই হয় ডায়রিয়া। শিশুর জন্মের পর ছ’সপ্তাহে, ১০ আর ১৪ সপ্তাহে নিতে হয় একটি করে ডোজ।

নিউমোনিয়া-

পিসি ভি ১৩ বা নিউমোকক্কাস ভাইরাসের প্রকোপ আটকাতে দেওয়া হয় এই টিকা। জন্মের পর দু’মাস বয়সে প্রথম ডোজ। এরপর চার, ছয়, শেষে ১২-১৫ মাসের মধ্যে নিতে হয়।

টাইফয়েড-

সাধারণত দু’বছর বয়সের পর এই টিকা দিতে হয়। আর তিন বছর অন্তর অন্তর বুস্টার ডোজ নিতে হয়।

মনে রাখবেন শিশুর শরীর খারাপ থাকলে টিকাকরণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। অনেকের ভুল ধারণা আছে, টিকা নেওয়ার জন্য শরীর খারাপ হয়। আসলে শরীর আগের থেকেই খারাপ আছে, এই অবস্থায় টিকা নেওয়া উচিত নয়।