টুথ ইমপ্ল্যান্টের পর খাবার খান চিবিয়ে। ফিরে আসুক মুখের ভরাট লাবণ্য।
রোগীর জন্য নিবেদিত হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক। প্রতিটি শাখায় ডাঃ বিশ্বজিৎ পাণ্ডার সক্রিয় তত্ত্বাবধানে করা হচ্ছে ওয়ারেন্টি মেডিক্যাল গ্রেডযুক্ত ক্রাউন।
ইমপ্ল্যান্ট কী?
ইমপ্ল্যান্ট হচ্ছে টাইটেনিয়াম স্ক্রু-এর সাহায্যে দাঁত বসানোর প্রক্রিয়া। সুবিধা: • কম সময়ের মধ্যে প্রায় রক্তপাতহীন পেইনলেস ইমপ্ল্যান্ট। খাওয়া দাওয়াও নরমাল থাকে। ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত failure-এর আশঙ্কা নেই। Eastern India তে একমাত্র White Zone ডেন্টাল ক্লিনিক এ VATECHA9 সিবিসিটি মেশিনের সাহায্যে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায় এবং 3D Imaging-এর ইমপ্ল্যান্ট প্লেসমেন্টও হয়। কোনও খুঁত থাকে না। সিঙ্গেল Sitting ইমপ্ল্যান্ট বসিয়ে ফিক্সড দাঁত লাগানো সম্ভব ২৪ ঘণ্টার মধ্যে। কী কী ক্ষেত্রে আমাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট করা হয়?
• এক বা একাধিক দাঁত অনুপস্থিত হলে কোনও ব্যক্তি দাঁতের ক্রাউন বা ব্রিজ করতে অক্ষম বা অনিচ্ছুক হলে। চিবিয়ে খাবার খেতে বা কথা বলতে গেলে যাঁদের সমস্যা হয়। অ্যাক্সিডেন্ট বা সার্জারিতে দাঁত তুলে ফেলতে হলে।
মনে রাখবেন: ইমপ্ল্যান্টে কোনও খুঁত থাকে না। স্ট্রিক্ট Sterilization প্রটোকল মেইনটেন করা হয় যার ফলে কোনও ইনফেকশন হওয়ার আশঙ্কা নেই।
কোথায় যাবেন ?
হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের তিনটি ব্রাঞ্চে অত্যাধুনিক যন্ত্রপাতি ও হাই ব্যান্ড থ্রি ডি ইমেজ যন্ত্রের সাহায্যে ইমপ্ল্যান্টে সাফল্য এখন ১০০ শতাংশ।
Dr. Biswajit Panda, CONSULTANT LASER DENTIST & IMPLANTOLOGIST
Helpline – 9830808221, 86977 25221
Branches: TOLLYGUNGE AJAY NAGAR LAKE KALI BARI
www.dentalimplantsinkolkata.com
Mail: whitezone2018@gmail.com