পাইরেথরাম অ্যালকলয়েড একটি কীটনাশক। পাইরথেরাম গাছের বাকল থেকে এই পদার্থ কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর এই পাইরেধরাম অ্যালকলয়েড থেকে তৈরি হয় ট্রান্সফ্লুথরিন নামক পদার্থ। মশার ধূপ এবং তেলে এই পদার্থের তীব্রতা বেশ লঘু করে ব্যবহার করা হয়। এই পদার্থ মশার স্নায়ুতন্ত্রের উপর দ্রুত কাজ করে। এর ফলে মশা ঘর থেকে পালিয়ে যায়, মরে না।
![A. Anacyclus pyrethrum plant; B. Roots of Anacyclus pyrethrum](https://thehealthytalk.com/wp-content/uploads/2023/12/A-Anacyclus-pyrethrum-plant-B-Ro.png)
প্রাথমিকভাবে প্রত্যেকটি কীটনাশকই ক্ষতিকর। তবে মশা মারার ধূপ বা তেলে এই ক্ষতিকর পদার্থের পরিমাণ অত্যন্ত কম থাকে। তাই বলে ক্ষতি একদমই হয় না, এমনটা ভাবার কোনও কারণ নেই। আসলে অত্যন্ত লঘুভাবে কীটনাশক ব্যবহার হয় বলে ক্ষতিটা প্রাথমিকভাবে ধরা পড়ে না। তবে দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতি হবেই।
কী কী সমস্যা হয়?
দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে মশার মতো মানুষের স্নায়ুতন্ত্রেও এই ধূপ এবং তেলের প্রভাব পড়ার আশঙ্কা থাকে। হতে পারে খিচুনির সমস্যা। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা ও বিশেষভাবে জড়িত। দীর্ঘকালীন মেয়াদে আরও বিভিন্ন জটিল সমস্যার সূত্রপাত হওয়ার আশঙ্কা থাকে।
কাদের বেশি সতর্ক হতে হবে?
পরিবারের সকলকেই সতর্ক হতে হবে। বিশেষত ইমিউনিটি কম রয়েছে এমন মানুষের আরও বেশি মাত্রায় সতর্ক হওয়ার প্রয়োজন। এই দলে বাচ্চা, বয়স্ক, কঠিন রোগে আক্রান্ত এবং গর্ভবতী মহিলারা রয়েছেন।
তাহলে কি এই তেল ও ধূপ একেবারেই ব্যবহার করা যাবে না?
হ্যাঁ, একদমই তাই। এই তেল ও ধূপ বর্জন করাই স্বাস্থ্যের পক্ষে শ্রেয়।