চিকিৎসা ব্যবস্থার এক যুগান্তকারী সোপান হয়ে উঠছে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি কি তা একটু বুঝিয়ে বলি। মনে করুন কোনও একটি অসুস্থতা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, আর ডাক্তারবাবু আপনার শরীরের বিশেষ কিছু কোষ বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করে সেগুলি দিয়েই চিকিৎসা করলেন। রোগ চমৎকার ভাবে সেরেও গেল।
স্টেম সেল এর মাধ্যমে চিকিৎসার বৈপ্লবিক উন্নতির সঙ্গে সঙ্গে এররকম দিন আর দূরে নেই। গড়পরতা সাধারণ কোষ বলতে আমরা যা বুঝি স্টেম সেলের চরিত্রে আরও বিশেষ বিছু বৈশিষ্ট যুক্ত হয়েছে। এরা দেহের সেই কোষসমূহ যারা অবিভেদিত বা অপৃথকীকৃত অবস্থায় রয়েছে এবং যেগুলি থেকে একদিকে যেমন বিভিন্ন অঙ্গের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন পৃথকীকৃত কোষগুলি সৃষ্ট হয় এবং অন্যদিকে মাইটোসিস পদ্ধতিতে স্টেম সেলগুলি বিভাজিত হয়ে আরও বেশি পরিমাণস্টেম সেলও তৈরি হয়।
![](https://thehealthytalk.com/wp-content/uploads/2024/02/stem-cell-therapy-pix-1.jpg)
স্টেম সেল মূলত দুই প্রকারের, এমব্রায়োনিক স্টেম সেল এবং অ্যাডাল্ট স্টেম সেল। চিকিৎসার কাজে স্টেম সেল নানাভাবে সংগ্রহ করা হয়। যেমন অস্থিমজ্জা, অ্যাডিপোজ টিস্যু, রক্ত, এমনকি জন্মের পরপরই নাভিনালি বা আমবিলিকাল কর্ড ব্লাড থেকেও প্রচুর পরিমাণে স্টেম সেল সংগ্রহ করা যায়। অস্থিমজ্জা প্রতিস্থাপনের কাজে, লিউকোমিয়া এবং লিমফোমা জাতীয় ক্যানসারের চিকিৎসায় সাইটোটক্সিক ওষুধের প্রভাবে ক্ষতিগ্রস্ত কোষগুলির প্রতিস্থাপন করতেও স্টেম সেল ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ব্রেন ক্যানসারের চিকিৎসায় এর ব্যবহারে ভালো সারা মিলেছে। স্ট্রোক, দুর্ঘটনাজনিত মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কে ডিজেনারেটিভ ডিসর্ডার যেমন পারকিনসনস ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ এ স্টেম সেল থেরাপি পরীক্ষামূলক স্তরে সফল। আরও উল্লেখযোগ্য সাফল্যগুলি মিলেছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট ফেলিওর, কয়েকটি রক্ত সংক্রান্ত অসুখে অন্যের দান করা রক্তের তুলনায় নিজের স্টেম সেল দিয়ে চিকিৎসা অনেক কার্যকরি, এছাড়া টাকের সমস্যা প্রতিরোধে, কানের ককলিয়ার হেয়ার সেল এর গোলমালের জন্য বধিরতার প্রতিকার এবং ক্ষতিগ্রস্থ চোখের কর্নিয়া ও রেটিনায় স্টেম সেলের মাধ্যমে দৃষ্টিহীনতা দূরীকরণে, ডায়াবেটিস টাইপ ওয়ান, হাড়ের চিকিৎসায়, ক্ষতনিরাময়ে, শুক্রাণুর স্বল্পতায় স্টেম সেল থেরাপি উপযোগি। ভারতে এই থেরাপিকে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসার জন্য প্রয়াস শুরু হয়েছে।