প্রাকৃতিক ঘরোয়া  উপায়ে মশাকে তাড়ানোর নানা পদ্ধতি

benefits_of_dhuno

প্রাকৃতিক ঘরোয়া  উপায়ে মশাকে তাড়ানোর নানা পদ্ধতি আছে, সেগুলি ব্যবহার করা যেতে পারে। যেমন-

১. ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা। জমা জল দীর্ঘদিন বাড়িতে না রাখা ঘরের চারদিকটা পরিষ্কার রাখা। প্লাস্টিক পাত্র, মাটির ভাঁড়, ডাবের খোলা, যে কোনও ভাঙা পাত্র—যাতে জল জমতে পারে, চৌবাচ্চা ও সেফটি ট্যাংক প্রভৃতির জল নিয়মিত পরীক্ষা করা প্রভৃতির দিকে নজর রাখা প্রাথমিক কর্তব্য।

সম্ভব হলে জানালা দরজায় সূক্ষ জাল লাগাতে পারেন।

২. ঘরের বৈদ্যুতিক বাল্ব বা টিউবে হলদে রঙের সেলোপিন পেপার জড়িয়ে রাখুন। হলুদ রঙের মিষ্টি আলোয় মশারা থাকতে চাইবে না, ঘর ছেড়ে মশারা পালাবে।

৩. তিন ভাগ জল ও এক ভাগ কেরোসিন ভালোভাবে ফেটিয়ে পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ঘরের মেঝে ওদেওয়াল সপ্তাহে একদিন শুকনো শুকনো করে মুছে দিলে মশার সঙ্গে সঙ্গে আরও বহু প্রকারের কীটপতঙ্গ ঘর ছেড়ে পালাবে। শুকনো না হওয়া পর্যন্ত মেঝেতে চলাফেরা করবেন না।

৪. কর্পূর জলে ভিজিয়ে কাচের ছোট পাত্রে বা কাপে করে ৩/৪ টুকরো সন্ধ্যার প্রাকালে খাট বা টেবিলের তলায় বসিয়ে রাখলে মশা ঘরে ঢোকে না। এটি অনেকটাই নিরাপদ এবং সহজসাধ্য কাজ। মশার ধূপ/ কয়েল / লিক্যুইড ব্যবহার না করাই ভালো। এমনকী সাধারণ ধূপও ঘরে বা মন্দিরে না জ্বালিয়ে ধুনোর ব্যবস্থা রাখুন।

৫. সকাল-সন্ধ্যায় ঘরে ধুনুচিতে ধুনোর ধোঁয়া দেবেন। তাতে শুকনো নিসিন্দা পাতা ও তুলসীপাতা মাঝে মাঝে দেবেন। ঘরের মধ্যে মশা লুকিয়ে থাকতেও পারবে না।

৬. ব্যবহৃত চা পাতা ও কমলালেবুর ছাল শুকিয়ে রাখুন। ধুনোর সঙ্গে মিশিয়ে ঘরে ও তার চারধারে ধোঁয়া দিন।

৭. কাঠকয়লার আগুনে নিমপাতা পোড়ালে সেই ধোঁয়ায় মশা পালাবে। যেখানে অনেকটা স্থান ও ফাঁকা -সেখানকার পক্ষে এটা খুবই ভালো উপায়। মাঝে মাঝে ধুনো ও দেবদারু কাঠের টুকরো দিতে পারেন।

৮. কেবল নিমপাতা ও নিসিন্দা পাতা শুকনো করে বাড়িতে রাখুন। হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে রাখতে পারলে ভালো। ধুনুচিতে ধুনোর ধোঁয়া লাগাবার সময় এগুলি সামান্য সামান্য করে মেশান। মাঝে মাঝে দু’একটি করে কাঁচা তুলসী পাতা দিতে থাকুন। উৎকৃষ্ট ব্যবস্থা।

৯. ধুনো, গুগগুল, দেবদারু কাঠ প্রভৃতির দ্বারা ধোঁয়া দিতে পারেন।

১০. সরষের খোল, নিমখোল, ধুনা ও গুগগুল সমপরিমাণে নিয়ে গুড়ো করে একটা পাত্রে রাখুন। ধুনুচিতে আগুন তৈরি করে সন্ধ্যার প্রাক্কালে তাতে অল্প পরিমাণে এই গুঁড়ো মেশালে যে ধোঁয়া বের হবে, সেটিই ঘরের ভেতরে ও বাইরে ছড়িয়ে দিন।

১১. মাঝে মাঝে শোওয়ার খাটের তলায় কিছুটা কাঁচা নিমপাতা, নিসিন্দা পাতা ও তুলসীপাতা রাখুন। টেবিলের একধারে একটা সুদৃশ্য পাত্রে এই তিনটির কিছুটা কিছুটা রাখুন। একেবারে শুকিয়ে গেলে ওগুলো দিয়ে ধোঁয়া লাগান এবং পাত্রে নতুন করে রাখুন। ঘরকে সুগন্ধিত করুন—ফুলের সুবাস দিয়ে। তা না হলে প্রতাহ দু’এক টুকরো কর্পূরের টুকরো জলে ভিজিয়ে টেবিলে রাখুন।